অযি এনএসউআরস ক্রিকেট টিম
অযি এনএসউআরস (OzNSUers) ক্রিকেট টিম অংশগ্রহণে প্রত্যয়ী এবং জয়ে দৃহসংকল্প একটি নাম।
আগামি ১৩ নভেম্বর ২০১২ থেকে শুরু হতে যাওয়া বিডি গোল্ড কাপ এ প্রথম বারের মত অংশগ্রহণ করতে যাচ্ছে এ দল।
অস্ট্রেলিয়াতে সংগঠিত এনএসউ এলামনাই অ্যাসোসিয়েশান জা “অযি এনএসউআরস অ্যাসোসিয়েশান (Aussie NSUers Association)” নামে NSW Fair Trading এ তালিকাভুক্ত একটি অ্যাসোসিয়েশান। বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে প্রবাসী বাংলাদেশি তথা এনএসউ এর প্রাক্তন ছাত্র-ছাত্রিদের মাঝে সউহাদ্রের বন্ধন ও নেত্রীতের দৃষ্টান্ত তৈরির উদ্দেশ নিয়ে কাজ করছে। সেই উদ্দেশ কে সামনে রেখে এক ঝাক অদম্ম ও সাহসি তরুন খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে এই ক্রিকেট দল।
এই দলের নেতৃতে রয়েছেন মহাম্মাদ হুসসাইন এবং সার্বিক তত্তাবধানে রয়েছেন মেহেদি রেজা। খেলোয়াড়রা হলেনঃ
- মহাম্মাদ হুসাইন
- মারুফ হুসাইন
- শিহাব আহমেদ
- নেওয়াজ হাসান
- নাবিল হাসান
- আবুল কালাম ফারহাদ
- রাজ হক
- ইরফান হুসাইন
- মহাম্মাদ আরমান
- মাইনুল চৌধুরি
- শাহিদুর রাহমান
- মুয়াম্মির রাফফি
- ঈভান আও্যাল
- মাসুম আল সাঈদ
এখানে উল্লেখ যে অযি এনএসউআরস অ্যাসোসিয়েশান ২০১১ তে প্রতিষ্ঠা লাভ করে। তরুন এই সংগঠনটির উদ্দেশ্য হল অস্ট্রেলিয়ান সামাজিক, পেশাগত, ও প্রাতিষ্ঠানিক চলমান বিষয়বস্তুর উপর তথ্য আদান প্রদান ও তার উপযুক্ত ব্যবহার নিশ্চিত করা। এই কর্মকাণ্ডের মাধ্যমে “অযি এনএসউআরস অ্যাসোসিয়েশান” তার সদস্যদের সমাজের সকল ক্ষেত্রে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একটি ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করতে চায়। এই সংগঠনটির বিশ্বাস তাঁদের এই প্রয়াস অস্ট্রেলিয়ান সমাজের বিভিন্ন স্তরে নর্থ সাউথ ইউনিভার্সিটি তথা বাংলাদেশীদের নাম উজ্জ্বল করতে সফল হবে।
প্রসঙ্গক্রমে আর উল্লেখ করা যায় যে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের প্রথম বেসরকারি ইউনিভার্সিটি যা ১৮ বছর আগে যাত্রা শুরু করে এবং জুন ২০০৯ এ নিজস্ব ক্যাম্পাস বসুন্ধরা তে ক্লাস শুরু করে। বর্তমানে ১০০০০ এর ও বেশি ছাত্র-ছাত্রি, ৩৫০ এর মতন শিক্ষক রয়েছে। বাংলাদেশ সরকারের মাননীয় রাষ্ট্রপতি এ বিশ্ববিদ্যালয় এর চাঞ্ছলর (Chancellor) পদে অধিস্থিত আছেন।
“অযি এনএসউআরস অ্যাসোসিয়েশান” এর সকল সদস্যদের পক্ষ থেকে এই ক্রিকেট দলের জন্য রইল অভিনন্দন এবং সর্বচ্চ সাফল্লের কামনা।