Aussie NSUers Association holds AGM and celebrates with “Utshob by OzNSUers”
-
English
-
বাংলা
Aussie NSUers Association (OzNSUers), the North South University Alumni Association in Australia is proud to celebrate 14 years of fostering connection, support, and solidarity among its members. What began as a humble initiative in 2011 has blossomed into a thriving network of over 1,300 NSU alumni, united by shared experiences and a deep commitment to helping one another. Reflecting on the journey, the association team acknowledges the visionary efforts of its senior alumni members, who laid the foundation for this remarkable platform despite their busy lives in abroad. Their initiative created a space where NSU alumni arriving in Australia could find a sense of belonging and support - a home away from home.
The Sunday 8 December morning started with Annual General Meeting of the association, where a new executive body was elected for 2025-2026. The former president Shams Maudood welcomed the new president Nahar A Disha and her team of executive board members for the next term.
The newly elected committee members are
- Nahar A Disha (president),
- Tazim Tareque (vice president),
- Bushra Ahmed (secretary general),
- Tabassum Jalil Chowdhury (treasurer),
- Foisol Siddique (secretary, sports),
- Mehedi Reza (secretary, external affairs),
- Abeer Haruni (secretary, digital technology),
- Sameen Newaz (secretary, family engagement),
- Anika Ruksar (secretary, social and electronic media),
- Mahmuda Farin (secretary, community development),
- Mitul Haque (secretary, cultural),
- Zannatul Chowdhury (secretary, strategy and finance),
- Nigar Hossain (joint secretary, strategy and finance)
and - ASM Nafiur Nirjon (executive member) for the next term.
The election process was supervised by Fuad Muntasir who served as the Election Commissioner. The new president presented a farewell memento to the former president with a warm note of gratitude and appreciation.
The afternoon of the day was reserved for “Utshob by OzNSUers” that brought together NSU alumni and families to celebrate the community’s achievements and renew their collective commitment to future growth. The event was beautifully organised by the association’s executive team where the guests enjoyed a delicious entrée and lunch along with spectacular cultural performances by NSU Alumni members and their families. The event was sponsored by Australia Career Planner, who are a renowned educational and career consultant firm operating globally.
The event started with the hosts Tazim and Farin welcoming all guests to the event. Abeer played the national anthem of Bangladesh on a violin, and children of NSUers sang the Australian National Anthem live. Three magical dance performances were presented by Debzani and her team, Tabassum, Anika, Senjuti, Nigar, Ima and Nirjon. The band Rock Cassette, along with Bristee and Sarna entertained the audience with their mesmerising Bengali and English songs. The guests thoroughly enjoyed the cultural performances and participated in a virtual game ‘Kahoot’ hosted by Sameen to win exciting prizes. A highlighting moment of the event was a fashion show by the children which delighted the guests.
“Our senior brothers and sisters dreamed of a common platform for all NSUers, ensuring no one feels alone in this distant land. That dream has grown into a family of over 1,000, standing together to support both the Bangladeshi and Australian communities whenever there’s a need. We are deeply grateful for the unwavering encouragement and participation of our members at events like this. Your presence inspires us to dream even bigger and work harder for the benefit of our community,” said the executive committee members.
As the association looks to the future, it remains dedicated to strengthening ties among its members and making meaningful contributions to both the Bangladeshi diaspora and the broader Australian society. For more information about the Aussie NSUers Association (OzNSUers) or their upcoming initiatives, please visit https://oznsuers.org/.
Aussie NSUers Association (OzNSUers), অস্ট্রেলিয়ার নর্থ সাউথ ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, তাদের সদস্যদের মধ্যে সংযোগ, সমর্থন এবং ঐক্যের ১৪ বছর পূর্তি উদযাপন করতে পেরে অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। ২০১১ সালে এক ছোট্ট উদ্যোগ হিসেবে শুরু হওয়া এই সংগঠন আজ ১,৩০০ এরও বেশি NSUers প্রাক্তন শিক্ষার্থীদের সমৃদ্ধ নেটওয়ার্কে পরিণত হয়েছে। সংগঠনটির এই বর্ণিল যাত্রা স্মরণ করে বর্তমান সদস্যরা তাদের অগ্রজ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে, যারা বিদেশে ব্যস্ত জীবনের মধ্যেও এই অসাধারণ প্ল্যাটফর্ম প্রতিষ্ঠা করেছিলেন। এই প্ল্যাটফর্মটি প্রাক্তন শিক্ষার্থীদের জন্য একটি নির্ভরযোগ্য আশ্রয়স্থল হিসেবে কাজ করে, যেখানে তারা নিজেদের জন্য একটি পরিবার খুঁজে পায়।
৮ ডিসেম্বর ২০২৪ রবিবার সকালে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা (AGM) অনুষ্ঠিত হয়, যেখানে ২০২৫-২০২৬ সালের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়। বিদায়ী সভাপতি শামস মওদুদ উষ্ণ শুভেচ্ছা সহ নতুন সভাপতি নাহার এ দিশা এবং তার দলের কার্যনির্বাহী সদস্যদের পরিচয় করিয়ে দেন।
নবনির্বাচিত কমিটিতে নাহার এ দিশা (সভাপতি), তাজিম তারেক (সহ-সভাপতি), বুশরা আহমেদ (ভারপ্রাপ্ত মহাসচিব), তাবাসসুম চৌধুরী (কোষাধ্যক্ষ), ফয়সল সিদ্দিকি, মেহেদী রেজা, সামীন নেওয়াজ, আবীর হারুনী, আনিকা রুকসার, মাহমুদা ফারিন, মিতুল হক, জান্নাতুল চৌধুরী এবং নিগার হোসেন নির্বাহী সচিব পদে নির্বাচিত হন। নির্বাচন প্রক্রিয়ার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ফুয়াদ মুনতাসির। নতুন সভাপতি প্রাক্তন সভাপতি কে ধন্যবাদ জানিয়ে একটি শুভেচ্ছা স্মারক উপহার দেন।
সেদিন বিকেলের প্রধান আকর্ষণ হয়ে ওঠে "Utshob by NSUers", যেখানে প্রাক্তন ছাত্রছাত্রী এবং তাদের পরিবার একত্রিত হয়ে সংগঠনের অর্জন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন করেন। অনুষ্ঠানটির পৃষ্ঠপোষকতায় ছিলেন Australia Career Planner, যারা একটি স্বনামধন্য শিক্ষা এবং ক্যারিয়ার বিষয়ক উপদেষ্টা প্রতিষ্ঠান। অনুষ্ঠানে অতিথিরা সুস্বাদু খাবার, এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন। অনুষ্ঠানের উপস্থাপকদ্বয় তাজিম ও ফারিন অতিথিদের স্বাগত জানিয়ে দিনের সূচনা করেন। বেহালায় বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবেশন করেন আবীর, এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত গেয়ে পরিবেশে উচ্ছ্বাস যোগ করেন শিশু শিল্পীরা। ’দি রক ক্যাসেট’ ব্যান্ড বেশ কিছু জনপ্রিয় বাংলা এবং ইংরেজি গান দিয়ে দর্শকদের বিনোদিত করেন, সেই সাথে বৃষ্টি এবং স্বর্ণা পরিবেশন করেন অসাধারন কিছু একক সংগীত। তিনটি মনমুগ্ধকর নৃত্য পরিবেশন করেন দেবজানি ও তার দল, তাবাসসুম, আনিকা, সেঁজুতি, নিগার, ইমা এবং নির্জন। অনুষ্ঠানের একটি বিশেষ আকর্ষণ ছিল শিশুদের একটি ফ্যাশন শো যা অতিথিদের বিশেষ ভাবে আনন্দিত করে। সামিনের পরিবেশনায় বাংলা কুইজ এর খেলা ’কাহুট’ এ অংশ নিয়ে বিজয়ীরা জিতে নেন আকর্ষণীয় পুরস্কার।
সংগঠনটির অগ্রজ ভাই-বোনদের দূরদর্শিতার কথা স্মরণ করে নির্বাহী কমিটির মুখপাত্ররা বলেন, “তাদের স্বপ্ন ছিল এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তোলা যেখানে কেউ একা অনুভব করবে না। আজ আমরা নর্থ সাউথ ইউনিভারসিটির ১,৩৩০ এরও বেশি প্রাক্তন শিক্ষার্থীদের একটি শক্তিশালী নেটওয়ার্কে পরিণত হয়েছি, যেখানে বাংলাদেশি এবং অস্ট্রেলিয়ান উভয় সম্প্রদায়ের সেবায় নিজেদের নিবেদিত করেছি।"
এই সংগঠনটি সবসময়ই উজ্জ্বল ভবিষ্যতের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়ে তাদের সদস্যদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং নিজেদের alumni community এর পাশাপাশি বাংলাদেশী প্রবাসী ও বৃহত্তর অস্ট্রেলিয়ান সমাজের জন্য অর্থপূর্ণ অবদান রাখার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে। তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে, ভিজিট করুন oznsuers.org।