সিডনিতে এনএসইউ’র সাবেক শিক্ষার্থীদের বৈশাখী পুনর্মিলনী
সিডনিতে বসবাসকারী নর্থ সাউথ ইউনিভার্সিটির (NSU) সাবেক শিক্ষার্থীদের সংগঠন OzNSUers এর আয়োজনে বৈশাখী পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ এপ্রিল) সিডনিস্থ লেক প্যারামাটা রিসার্ভে অনুষ্ঠিত এ প্রাক বর্ষবরণ অনুষ্ঠানে এসএসইউ’র সাবেক প্রায় শতাধিক শিক্ষার্থীর সমাগম ঘটে। অনুষ্ঠানে ঢাকা থেকে NSU এর স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনোমিক্স’র ফ্যাকাল্টি ও এক্সটার্নাল অ্যাফেয়ার্সের দায়িত্বপ্রাপ্ত ডিরেক্টর ফয়সাল ওয়ালী যোগ দেন। দিনব্যপী এ আয়োজনের মূল আকর্ষণ […]